Return Policy
- পণ্য হাতে পেয়ে যাচাই–বাছাই করে নিতে পারবেন, ডেলিভারি ম্যান পাশে থাকবেন।
- পণ্য গ্রহণের পর যদি ভাঙা বা নষ্ট হওয়ার মতো কোনো গুণগত ত্রুটি দেখা যায়, তাহলে আপনি পরিবর্তিত পণ্য নিতে পারবেন। এজন্য অবশ্যই পণ্য হাতে পাওয়ার এক ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে (01741-979156) কল করতে হবে বা Messenger/WhatsApp-এ বিস্তারিত জানাতে হবে। অবশ্যই ছবিসহ বিস্তারিত লিখে পাঠাবেন।
* শর্ত প্রযোজ্য